দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

আবারও বিয়ে করলেন শওকত আলী ইমন

0

বিনোদন প্রতিবেদক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার শওকত আলী ইমন আবারও বিয়ে করলেন। কনে একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা হৃদিতা রেজা ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় ইমনের বোন কণ্ঠশিল্পী আবিদা সুলতানার বাসায় ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

শওকত আলী ইমন বলেন, ‘প্রায় ১০ বছর ব্যাচেলর লাইফ কাটিয়ে দিলাম। আবারও হঠাৎ করে বিয়েটা হয়ে গেলো। হৃদিতার সঙ্গে আমার আমার পরিচয় ছিল না আগে। চ্যানেলে তাকে খবর পড়তে দেখেছি। আমার বোন আবিদা সুলতানা পছন্দ করে বিয়ে দিয়ে দিলেন আমাদের।’

হৃদিতা রেজা বলেন, সুরকার ইমনের সঙ্গে আগে পরিচয় ছিল না তার। তবে ইমনের সুর সংগীত করা অনেক গান শুনেছেন।

ঈদুল ফিতরের পর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শওকত আলী ইমন।

Leave A Reply

Your email address will not be published.