করোনা ভাইরাস: চীনে মৃতের সংখ্যা বেড়ে ২,৮৭০

চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার (২৯ ফেব্রুয়ারি) চীনে মারা গেছেন আরও ৩৫ জন। এ নিয়ে চীনের মূল ভূখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২,৮৭০ জনে দাঁড়িয়েছে। চীনের স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়, হুবেই প্রদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার ৩৪ জন মারা গেছেন। এছাড়া করোনা ভাইরাসে নতুন করে চীনে আক্রান্ত হয়েছেন ৫৭৩ জন। নতুন করে আক্রান্তদের মধ্যে ৫৭০ জনই হুবেই প্রদেশের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য অনুযায়ী, চীনের বাইরে শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯ জন। বিশ্বের ৫৩টি দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।