ভারত থেকে ২৫ হাজার টন পেঁয়াজ আসছে!

ভারতের পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পরপরই তৎপর হয়ে পড়েছেন বাংলাদেশি আমদানিকারকরা। ভারত থেকে ২৫ হাজার টন পেঁয়াজ আমদানির জন্য উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কাছে ইমপোর্ট পারমিটের (আইপি) আবেদন করেছেন তারা। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মাহফুজার রহমান বাবু বলেন, ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও দাম বাড়ায় গত বছরের ২৯ সেপ্টেম্বর দেশটির সরকার পণ্যটি রপ্তানি বন্ধ করে দেয়। দীর্ঘ পাঁচ মাস পর গত ২৬ ফেব্রুয়ারি পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয় ভারত। এ অবস্থায় ভারতীয় পেঁয়াজ আনতে অনুমতি চেয়ে উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রে আবেদন করেছেন আমদানিকারকরা। আমি নিজে এক হাজার টন পেঁয়াজ আমদানির জন্য আইপি চেয়ে আবেদন করেছি। এ পর্যন্ত হিলি স্থলবন্দরের আমদানিকারকরা ২৫ হাজার টনের মতো পেঁয়াজ আমদানির জন্য অনুমতি চেয়ে আবেদন করেছেন। আরও অনেক আমদানিকারক আবেদন করছেন।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টাইন প্যাথোলজিস্ট মাহমুদুল হাসান মুসা বলেন, ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরপরই অনেকে পেঁয়াজের আমদানির অনুমতি চেয়ে আবেদন করেছেন। তবে আবেদন অনলাইনের মাধ্যমে হওয়ায় আমরা এখনো বলতে পারছি না কে কতটুকু করছেন। আর আগামী দু-এক দিনের মধ্যে আইপি ইস্যু করা হবে ঢাকা থেকে। তবে এখনো আইপি ইস্যু হয়নি বলেও জানান তিনি।