দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

বর ২৫, কনে ১৫, বিয়ে বন্ধ

0

জামালপুর  জেলা প্রতিনিধি:

জামালপুরে জেলা প্রশাসনের সহায়তায় বাল্যবিয়ে বন্ধ করে বর ও কনের বাবাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আড়াইটার দিকে শহরের বোষপাড়া এলাকায় এ বাল্যবিয়ের সংবাদ পায় প্রশাসন। পরে সেখানে গিয়ে শহরের কাচারীপাড়া এলাকার আব্দুল আলীর ছেলের আবু রায়হানের (২৫) সঙ্গে বোষপাড়া এলাকার সাদেক আলীর মেয়ে ৯ম শ্রেণির ছাত্রী সাবিনা আক্তারের (১৫) বাল্যবিয়ে বন্ধ করা হয়।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আব্দুল্লাহ খান, মো. আরিফুর রহমান, এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ ও এসআই আসীম কুমার প্রমুখ।

জামালপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আব্দুল্লাহ খান জানান, বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছেলের বাবা আব্দুল আলী ও মেয়ের বাবা সাদেককে ১০ হাজার টাকা জারিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বাল্যবিয়ে আইনত দণ্ডনীয় অপরাধ জেনেও এ আয়োজন করার অপরাধে বর-কনে এবং এ কাজে সহায়তাকারী বাড়ির মালিক জাহাঙ্গিরের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.