দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

সরিষাবাড়িতে ডিগ্রীবন্ধ আলিম মাদ্রাসার ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধি সমাবেশ

0

সরিষাবাড়ি,জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়িতে ডিগ্রীবন্ধ আলিম মাদ্রাসার প্রয়াত এড. মতিয়র রহমানের নামে ৪তলা একাডেমিক ভবণের ভিত্তি প্রস্তর স্থাপন ও ছাত্র শিক্ষক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর প্রয়াত পিতা আ্যড.মতিয়র রহমান তালুকদানের নামে ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধি সমাবেশে যোগদান করেন।

বাদ মাগরিব ডিগ্রীবন্ধ আলিম মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থপান শেষে ছাত্র শিক্ষক সুধি সমাবেশে সভাপত্বি করেন গভর্ণিং বডির সভাপতি যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক স্বপন। ডিগ্রীবন্ধ মাদ্রাসার অধ্যক্ষ আব্দুছ ছালামের সঞ্চালনায় সুধি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলেিগর সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশাহ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান এলিন, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান,দপ্তর সম্পাদক ছাইফুর রহমান বাছেদ,শ্রমিকলীগ সাধারণ সম্পাদক সামিউল হক প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ ডা. মুরাদ হাসান ডিগ্রীবন্ধ মাদ্রাসার পরিত্যাক্ত পুকুর ভরাট,নতুন রাস্তা নির্মাণসহ চারটি মসজিদে নগদ এক লক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন। এ সময় তিনি সরিষাবাড়িকে রাজাকারমুক্ত এবং বিএনপি জামাতকে বিতাড়নের ঘোষণা দিয়ে বলেন এ দেশে শুধু জয় বাংলার স্লোগান চলবে, জিন্দাবাদ নিপাত যাবে।

Leave A Reply

Your email address will not be published.