কুড়িগ্রামে কুটিরশিল্পই যেসব পরিবারের একমাত্র ভরসা
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি
বাঁশের তৈরি বিভিন্ন পণ্য বাজারে বিক্রি করে জীবন-জীবিকা নির্বাহ করছে কুড়িগ্রাম পৌর এলাকার টাপু ভেলাকোপা গ্রামের প্রায় ১০টি পরিবার। এই কুটিরশিল্পই এসব পরিবারের একমাত্র ভরসা। আয়ের এই একমাত্র উৎস দিয়েই পরিবারের সবার ভরণ পোষণ সহ ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালিয়ে আসছেন তারা।
জানা যায়, বাঁশের তৈরি হাতপাখা, কুলা, ডালি, হোড়পা ও চাইলোন এগুলো বিভিন্ন জায়গা থেকে বাঁশ কিনে নিয়ে এসে পরিবারের লোকজন মিলে এসব তৈরি করে তা বিভিন্ন হাটবাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন তারা। এছাড়া ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ বহনসহ পরিবারের যাবতীয় খরচ বহন করা হয় বাঁশের তৈরি এসব পণ্য বিক্রি করে। এসব বাঁশশিল্পের কারিগররা পূর্বপুরুষের এই পেশা ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক-একটি পরিবারের দৈনিক আয় হয় ৪০০-৫০০ টাকা করে।
কয়েকজন নারী মিলে বাড়িতে বসে বাঁশ দিয়ে কুটিরশিল্পের বিভিন্ন পণ্য তৈরি করছেন, এমন চিত্র দেখা যায়।
বাঁশশিল্পের কারিগর কৃষ্ণ, বুদারু ও গোবিন্দ বলেন, এ শিল্প দিয়েই আমরা কোনো রকমে সংসার চালিয়ে আসছি। বর্তমান এই সময়ে আমাদের ব্যবসার সিজন নয়, তাই খারাপ যাচ্ছে। তারা আরো বলেন, প্রতিটি ছোট ডালি বিক্রি হয় ৫০ টাকা, প্রতিটি বড় ডালি ৬০ টাকা, প্রতিটি কুলা ৫০ টাকা, প্রতিটি ছোট হোড়পা ৫০ টাকা, প্রতিটি বড় হোড়পা ১৪০ টাকা, প্রতিটি হাতপাখা ১০ টাকা ও প্রতিটি চাইলোন বিক্রি করা হয় ৫০ টাকা দরে।
স্থানীয় নজরুল ও আ. আজিজ বলেন, এই কাজ করেই তারা সংসার চালায়। এতে করে তাদের অন্যের ওপর নির্ভরশীল হতে হয় না।