কিশোরগঞ্জে অগ্নিকান্ডে ৪ টি পরিবার ভস্মিভুত

সামসুজ্জামান সুমন,নিজস্ব প্রতিবেদক, রংপুর ॥
নীলফামারী কিশোরগঞ্জে গাড়াগ্রাম ইউনিয়নে পাটোয়ারী পাড়া গ্রামে অগ্নিকান্ডে ৪ টি পরিবার ভস্মিভুত হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতির পরিমান প্রায় ৬ লক্ষাধিক টাকা। অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১২টায়।
এলাকাবাসী জানায় ওই এলাকার জোনাব আলীর বৈদ্যুতিক মিটার থেকে আগুনের প্রথম সূত্রপাত হলে অল্প সময়ের মধ্যে ৪টি পরিবারের মধ্যে আগুন ছড়িয়ে গেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খরবর দিলে দেড়িতে ঘটনাস্থলে আসলে এলাকাবাসীর তোপের মুখে পড়ে যায়। এবং বাকবিতন্ডা লেগে গেলে খরব পেয়ে থানা প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রয়ন করে।
ক্ষতিগ্রস্থ পরিবার হলো জিকরুক হক,জোনাব আলী, দেলোয়ার হোসেন ও মারুফা বেগম। উল্লেখ্য যে, ফায়ার সার্ভিস আসার আগে আগুন নেভানোর জন্য এলাকাবাসী চেষ্টা করলে পাশের বাড়ীর মনছের আলী, মোবারক হোসেন আরো কয়েকজনের বাড়ী ক্ষতিগ্রস্থ হয়।
ফায়ার সার্ভিস কর্মী তুষার জানায় আমরা খরব পাওয়ার সাথেই দ্রুত গতিতে গাড়ী নিয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে রাস্তা চিকন থাকায় গাড়ী যেতে একটু দেরি হয়েছে বলে এলাকাবাসী আমাদেরকে আটক করে। তবু আমরা ঘটনাস্থলে গিয়ে একঘন্টা সময় ধরে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি।