দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

চাঁদপুরের মতলবে নায়েরগাঁও বাজারে সাধারণ মানুষ ভয়ে কিনছে মাক্স অসাধু দোকানদারেরা চড়াদামে বিক্রির হিড়িক

0
 মোঃতপছিল হাছানঃ
চাঁদপুর প্রতিনিধিঃ  চাঁদপুরের মতলব দক্ষিণ থানার নায়েরগাঁও বাজারে বেশি দামে মাক্স বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ১১ই মার্চ বুধবার দুপুরে সততা যাচাইয়ের উদ্দেশ্যে সংবাদকর্মীরা ছুটে যান সরেজমিনে। অভিযোগের সততা পেতে সংবাদকর্মীরা পোপন ক্যামেরা হাতে ক্রেতা সেজে নায়েরগাঁও বাজারের একতা মার্কেটের বেশ কয়েকটি দোকান থেকে মাক্স ক্রয় করেন। সুতা ঘরের সত্বাধিকারী মামুন শিকদারের দোকানে মাক্স ক্রয় করতে গেলে ১০ টাকার মাক্স ৭০ টাকা দাম চান। পরে সংবাদকর্মীরা দামাদামি করলে ২৫ টাকা কমিয়ে ৪৫ টাকা রাখেন। একই মার্কেটের আবিদা এন্ড রুবাইদা গার্মেন্টসের সত্বাধিকারী জাহাঙ্গীর আলম খোকন ও রাখি গার্মেন্টসের সত্বাধিকারী রনি সাহার দোকানে মাক্স ক্রয় করতে গেলে ৫ টাকার মাক্স ৩০ টাকা চাইলে দামাদামি করে ২৫ টাকা দিয়ে ক্রয় করেন। এসময় ঐ বাজারের প্রায় দোকানেই মাক্স ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়।
ক্রেতারদের অনেকের সাথে সাংবাদিক পরিচয় দিয়ে মাক্স ক্রয়ের বিষয়টি জানতে চাইলে তারা অভিযোগ করে বলেন যে, আমরা জনসাধারণরা এক প্রকার জিম্মি হয়েই করোনা ভাইরাসের ভয়ে ১০ টাকার জিনিষ এখন ৬০/৭০ টাকা দিয়ে চড়াদামে ক্রয় করতে বাধ্য হচ্ছি।
এদিকে চড়াদামে মাক্স বিক্রির বিষয়টি প্রথমে উক্ত বাজার পরিচালনা ম্যানেজিং কমিটির সভাপতি ও সেক্রেটারিকে অবহিত করা হলে তারা বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন বলে আস্বাস দেন। পরবর্তীতে মুঠো ফোনের মাধ্যমে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মাহমিদা হক কে এ বিষয়টি অবহিত করা হলে তিনি জানান, মাঠ পর্যায়ে আমাদের টিম কাজ করছে, আপনাদেরকে ধন্যবাদ তথ্য দেওয়ার জন্যে। আমরা এ ব্যাপারে খুব দ্রুত আইনানুগ ব্যবস্থা নিবো। এদিকে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে এ বিষয়ে সংবাদ পরিবেশন না করতে একটি পক্ষ ছুটে আসেন।
Leave A Reply

Your email address will not be published.