নবগয়াধাম বিষ্ণু মন্দিরে শ্রী শ্রী গীতা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন ও কেল্ল্যাবাডী় শ্রী শ্রী হরি মন্দিরে চালু প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিদর্শন
খলিলুর রহমান স্টাফ রিপোর্টারঃ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার কেল্ল্যাবাড়ি বাহাগিলী নবগয়াধাম বিষ্ণু মন্দিরে আনুষ্ঠানিকভাবে শ্রী শ্রী গীতা শিক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠান এবং কেল্লাবাডী় শ্রী শ্রী হরি মন্দিরে চালু প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। গতকাল বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়াধীন নিলফামারী জেলার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অধীন মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম এর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী নবগয়াধাম বিষ্ণু মন্দিরে আনুষ্ঠানিকভাবে শ্রী শ্রী গীতা শিক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠান এবং কেল্লাবাডী় শ্রী শ্রী হরি মন্দিরে চালু প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন কিশোরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ও.সি) হারুন অর রশিদ সহ মন্দির ভিত্তিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ইন্দ্রজিত রায়, অনুপ কুমার কুণ্ড, আনন্দ দাস মন্দির কমিটির সভ্যগণ ভক্তবৃন্দ,শিক্ষার্থী,অভিভাবক এলাকাবাসীসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানুষের চারিত্রিক অবক্ষয় রোধে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়াধীন মসজিদ মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে দেশের অবহেলিত দরিদ্র শিশু সন্তানদের নীতি আদর্শ ধর্মীয় শিক্ষার অনুশীলন বা চর্চা দেশকে ও দেশের মানুষকে এগিয়ে নিতে অগ্রগামী ভূমিকা রাখছে। সকলের সহযোগিতা কামনা করে এ কার্যক্রমকে সমুন্নত রাখতে আহ্বান জানানো হয়। কার্যক্রম পরিচালনা করেন এফ.এস.অনুপ কুমার কুণ্ড।