টাংগাইলের ধনবাড়ীতে বাড়ী ঘরে হামলা, আহত ৩ গ্রেফতার ২
আমাদের ধনবাড়ী টাংগাইল প্রতিনিধি জানান,
টাংগাইলের ধনবাড়ীতে গত ১১ এপ্রিল, সকালে পন্চআশী গ্রামের আ: ওয়াদুদ নাজির খানের বাড়ীতে, পাশের বাজিতপুর গ্রামের বীরমুক্তিযোদ্দা শাহজাহান আলীর, স্থানীয় সন্ত্রাসী বাহিনী ৮/৯ জন মিলে,, বাড়ীতে হামলা করে ভাংচুর করা সহ, বাড়ীতে থাকা মহিলাকে বেদম মারপিট করে, ঘরের আসবান পত্র ভাংচুর করা সহ, গলায় থাকা সোনার হার ছিনিয়ে নেয় বলে অভিযোগ সূত্রে জানা যায়।
বানিয়াজান ইউনিয়নের পন্চাশী গ্রামের আ: ওয়াদুদ নাজির খানের বাড়ীতে, হামলা শেষে পন্চাশী বাজারে আ: ওয়াদুদ নাজির খানের ছেলে, সেলিম কে পন্চাশী বাজারে প্রকাশ্য রড,লাটি সোটা ও দেশীয় অস্ত্র দিয়ে, বেদম প্রহার করে। আহত সেলিম কে স্থানীয় লোকজন উদ্ধার করে, প্রথমে ধনবাড়ী উপজেলা স্থাস¦্য কমম্পেøসে নিলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফাড করেন।
আহত সেলিমের মুখ থেকে ৮ টি কাচা দাত, সস্ত্রাসীদের হামলার কারনে ঘটনার স্থরেই পড়ে যায়। যার কাননে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হতে ঘুরুতর আহত সেলিম কে, ঢাকা পুঙ্গ হাসপাতালে রেফাড করেন।
ঘটনাটি নিয়ে সেলিমের বাবা আ: ওয়াদুদ নাজির খান বাদী হয়ে, ধনবাড়ী থানায় একটি মামলা করেন। । মামলার আসামীরা হলেন, ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের বাজিদপুর গ্রামের, মো:শাহজাহান আলী, আনোয়ার হোসেন, মাসুদ, লিটু,রবিন, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম দুলাল, শুভ, আলামিন,সোহান,ফরিদ,খলিল,গং মিলে ঘটনাটি ঘটান।
ধনবাড়ী থানা পুলিশ ২ আসামীকে গ্রেফতার করে, টাংগাইল কোটে চালান করেছে বলে জানা যায়।
মামলার বাদী আ: ওয়াদুদ নাজির খান সহ এলাকা বাসীর মুখ খেকে দেখুন এবং শুনুন খবরের আসল ঘটনা।