দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

গোপালপুর থানার হাদিরাতে নদী খননে বাড়ী ভিটা হারানো নিম্ন আয়ের অসহায় পরিবার গুলোর অবস্থা খুবই সূচনীয়

0

নাসরি গনি


টাংগা্গইলের গোপালপুর থানার হাদিরাতে নদী খননে বাড়ী ভিটা হারানো নিম্ন আয়ের অসহায় পরিবার গুলোর অবস্থা খুবই সূচনীয়। লক ডাউনের ফলে তাদের আয়ের পথ বন্ধ হয়ে যাচ্ছে।এমতাবস্থায় মানবতাবাদী,উদার ও মহান হৃদয়ের মানুষ, মাননীয় সংসদ সদস্য জনাব ছোট মনির (এমপি) টাংগাইল আসন-২। এই অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন।এই মহান হৃদয়ের মানুষটি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই মহামারি মোকাবেলায়। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছুটে চলেছেন প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে। MIMA(Morale Institute Of Mutual Aid)আংশিক ভাবে যুক্ত হয়েছেন এই মহান মানবতার সেবায়।MIMA এর পক্ষ থেকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এই মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য জনাব ছোট মনির (এমপি) কে।মানবতার জয় হোক।
বিঃদ্রঃ হাদিরা আমার জন্মভূমি।হাদিরার মাটিতেই আমার বাবা চিরনিদ্রায় শায়িত। আমার পুরো বংশের নিবাসস্থল গোপালপুরের মাটিতে।

Leave A Reply

Your email address will not be published.