দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

রংপুর পাগলাপীরে ট্রাক ও অটোর মুখোমুখী সংঘর্ষে নিহত ৮ আহত ৫

0

সামসুজ্জামান সুমন স্টাফ রিপোর্টার রংপুর ॥ রংপুরের পাগলাপীরে ট্রাক ও দুটি অটোর মুখোমুখী সংঘর্ষে দুই চালক ও ৪ মহিলা শ্রমিক সহ ৮ জন যাত্রী নিহত এবং গুরুতর আহত হয়েছে ৫ জন যাত্রী। বর্তমানে আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্খা জনক।

রবিবার ২৬ শে এপ্রিল সকাল ৭টায় রংপুর-দিনাজপুর-ঢাকা হাইওয়ে পাগলাপীর ব্র্যাক অফিস সংলগ্ন এ মর্মান্তিক দূঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়ার ধনতোলা ঠাকুরপাড়া গ্রামের সুশিল মহন্তের স্ত্রী শ্রী মতি বোচো মহন্ত (৩৫), অর্জূন রায়ের স্ত্রী শ্রী মতি রেনু বালা রায় (৩০), নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের পারেরহাট গ্রামের শ্রী বিজেন চন্দ্র রায়ের পূত্র অটো চালক মিন্টু চন্দ্র রায় (৩০),মাগুড়া আকালী পাড়া গ্রামের জোনাব আলীর পূত্র অটোচালক শাফিউল (২৪)। উত্তর সিঙ্গেরগাড়ীর পাঠানপাড়া গ্রামের মজিবার রহমানের কন্যা মর্জিনা বেগম (৪৫), রাকিবুলের স্ত্রী কমলা রায় (২৬), গাড়াগ্রামের তরনী কান্ত রায়ের পুত্র রিপন চন্দ্র রায় (২৬) তারেই কাকাতো ভাই অনিল চন্দ্র রায়ের পূত্র সঞ্চয় চন্দ্র রায় (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান দূর্ঘটনার স্বীকার দুটি অটো ১২/১৪ জন যাত্রী নিয়ে পিঠা-পীঠি ভাবে আকিজ কোম্পানী ও মেডিকেল মোড় যাওয়ার পথে উক্ত স্থানে সৈয়দপুর গামী ঢাকা মেট্রো-ড-১৪-৭৮৯১ নম্বরের ট্রাকের সামনের চাকা পাংচার হলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে অটো গাড়ি দুটির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এঘটনায় এক অটো চালক সহ ২ মহিলা শ্রমিক ঘটনাস্থলে নিহত হন এবং রংপুর মেডিকেল কলেজ চিকিৎসাধীন অবস্থায় আরো ৫ জনের মৃত্যু ঘটে। অপরদিকে এ মর্মান্তিক দূঘটনার সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে কোতয়ালী সদর ও হাইওয়ে তারাগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এর আগে দূর্ঘটনার সংবাদ পেয়ে হতাহতদের উদ্ধার করেন রংপুর ও তারাগঞ্জ ফায়ার সার্ভিস বাহিনীর কর্মীরা।

Leave A Reply

Your email address will not be published.