দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

সরিষাবাড়ী থানায় নতুন ওসি আবু মোঃ ফজলুল করিমের যোগদান

স্টাফ রিপোর্টার: মেহেদী হাসান খান

0

জামালপুরের সরিষাবাড়ী থানায় গত ১০ মে রোববার দুপুরে নতুন ওসি আবু মোঃ ফজলুল করিম যোগদান করেছেন। সরিষাবাড়ী থানা সূত্রে জানা যায়,
আবু মোঃ ফজলুল করিম ৯৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং দেশের বেশ কয়েকটি জেলায় ও থানায় দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। এদিকে সরিষাবাড়ী থানার সাবেক ওসি মুহাম্মদ মাজেদুর রহমানকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জামালপুরের ডিবিতে বদলি করা হয়েছে বলে জানা যায়। নতুন ওসি আবু মোঃ ফজলুল করিম এর বাড়ী টাঙ্গাইল জেলার সদর উপজেলায়।
তিনি বলেন,আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সরিষাবাড়ী বাসীর পাহাদার হিসেবে সেবা দিতে যোগদান করেছি। তাই সকলের সহযোগিতা কামনা করছি।

Leave A Reply

Your email address will not be published.