দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

বান্দরবানে কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী

0

কোভিড ১৯ এর কারনে বান্দরবানে কর্মহীন হয়ে পড়া ৪০০ অসহায় দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (৪ জুলাই) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জিমনেশিয়াম হলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই ত্রাণ সামগ্রী বিতরন করেন।
এসময় বান্দরবানে কোভিড-১৯ এর কারণে কর্মহীন হয়ে পড়া প্রায় ৪শত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি পরিবারকে ১০কেজি চাল, ১লিটার তেল, ২কেজি আলু, ১কেজি ডাল, ১কেজি লবণ, ১ কেজি পিয়াঁজ প্রদান করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণকালে এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার,সিভিল সার্জন ডা.অংসুই প্রু মারমা,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ বান্দরবানের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.