বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মতিয়র রহমান তালুকদার এর মৃত্যু বার্ষিকীতে শিশু ও দুস্থ-অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
মো: রমজান আলী : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ,১৯৭১ সালে সংগ্রাম কমিটির সভাপতি ,মুক্তিযুদ্ধের মুজিব নগর সরকার কর্তৃক নিয়োজিত বিচারক বাংাদেশ আওয়ামীলীগ এর কিংবদন্তী নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মতিয়র রহমান তালুকদার এর ১৩ তম মৃত্যু বার্ষিকীতে শিশু ও দুস্থ-অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল শুক্রবার ১২ টায় উপজেলার দৌলতপুর বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্কুল এ্যান্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের বাস্তবায়নে জি.আর অর্থায়নে ৪ শতাধিক শিশু ও দুস্থ-অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এম.পি শিশু ও দুস্থ-অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দিন,সহকারী কমিশনার (ভ’মি) ফাইযুল ওয়াসিমা নাহাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গাজী রফিকুল হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ন কবীর,সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ গভঃনিংবডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান,জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী ভ’ইয়া, সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল হক,পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল প্রমুখ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং প্রয়াত এডভোকেট মতিয়র রহমান তালুকদার এর ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।