দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

সরিষাবাড়ীতে মুক্তিযুদ্ধের অন‍্যতম সংগঠক মতিয়র রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

0

সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ীতে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জামালপুর আওয়ামী রাজনীতির কিংবদন্তী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি তথা বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং জামালপুর জেলা আইনজীবি সমিতির ৬ বারের সভাপতি ও জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহকর্মী ও তথ‍্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পিতা প্রয়াত জননেতা বীরমুক্তিযোদ্ধা মতিয়র রহমান তালুকদারের ১৩মত মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ।

শুক্রবার(১৬ জুলাই)সকালে তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ সরিষাবাড়ী উপজেলা শাখা’র আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি’র মধ্যে ছিল মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কোরআনখানী, এতিম শিশুদের মাঝে খাবার বিতরন, দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ সহ মরহুমের নিজবাড়ি আওনা ইউনিয়নের দৌলতপুর মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ ও মোস্তাফিজুর রহমান শাহাজাদা, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিন মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ, সহকারি কমিশনার(ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত, জেলা আওয়ামী লীগের উপ- দপ্তর বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম মানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, ছাত্রলীগ ,স্বেচ্ছাসেবকলীক, শ্রমিকলীগ সহ দলীয় সকল অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.