
জহিরুল ইসলাম মিলন টাঙ্গাইল (ধনবাড়ী) প্রতিনিধিঃ-
ধনবাড়ী উপজেলায় মুশুদ্দি ইউনিয়নে বজ্রপাতে সয়-সম্বলহীন অসহায় দরিদ্র কৃষকের মৃত্যু।
মৃত্যুবরণকারী শহীদ আলীর স্ত্রী তিন বছর আগে মারা যান। রেখে যান দুই সন্তান একটি ছেলে একটি মেয়ে। তিন বছর পর বজ্রপাতে মৃত্যু হল শহর আলীর, এতিম হয়ে গেল সহায়-সম্বলহীন শহর আলীর ছেলে মেয়ে। একমাত্র ভরসা বাবার মৃত্যুতে তারা আজ অসহায় হয়ে পড়েছে। দিনমজুরির কাজ করে দুই সন্তান নিয়ে সংসার চালাতো শহর আলী।একমাত্র হইয়া এর উৎস ছিল শহর আলী। একমাত্র আয়ের এর উৎস বাবার মৃত্যুতে ভেঙে পড়েছে ছেলেমেয়েরা।
এলাকার মানুষ দাবি জানিয়েছেন সরকারি কোন অনুদান পেলে সরকারি সহযোগিতা পেলে কোন ভাবে চলতে পারবে হতদরিদ্র পরিবারটি।
ঘটনাটির সত্যতা স্বীকার করে মুসুদ্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,
মোস্তাফিজুর রহমান ফটো সাংবাদিক দের বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক পরিবারটি একেবারেই অসহায় আবাদি জমি বলতে কিছু নেই এই দিনমজুরি করেই তার সংসার চালাত। নামঃ- শহর আলী (৪৫ পিতাঃ মৃত, সাধু শেখ। গ্রামঃ – মুশুদ্দি মৌলভীপাড়া শুতার বাড়ি