দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

বান্দরবানের লামায় মাতামুহুরী নদীর ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আদেশ পার্বত্যমন্ত্রীর

0

সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি
প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের লামা উপজেলায় সৃষ্ট বন্যায় মাতামুহুরী নদী ও লামা খালের ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি।
আজ ৩ আগষ্ট (মঙ্গলবার) দুপুরে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বান্দরবানের লামা উপজেলার সাবেক বিলছড়ি মারমা পাড়া ও দরদরী ইব্রাহিম পাড়া এলাকার নদী ভাঙ্গন ও বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এসময় মন্ত্রী নদী ভাঙ্গন রোধে খুব শীঘ্রই ভাঙ্গন কবলিত এলাকায় বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে স্থানীয়দের আশ্বাস প্রদান করেন।
এর আগে পার্বত্যমন্ত্রী লামা বাজারের বাসস্টেশান এলাকায় দুই হাজার পরিবারের মাঝে জেলা প্রশাসন ও জেলা পরিষদ এর উদ্যোগে সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ,ঢেউটিন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রেজা রশীদ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলামসহ সরকারি বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.