দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী বিতরন

0

সায়েম শিমুল: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিনী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকীতে দুস্থ ও স্বামী পরিত্যাক্তাদের মাঝে সেলাই মেশিন ও দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। জামালপুরের সরিষাবাড়ীতে আজ রোববার (৮ আগস্ট)উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্দ্যেগে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে সেলাই মেশিন ও উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যেগে দলীয় কার্যালয়ে আলোচনা আলোচনা সভা শেষে দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
এতে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ এর সভাপতিত্বে এ সেলাই মেশিন ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা এর সভাপতিত্বে দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান,জামালপুর জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল গনি, সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহান,উপজেলা সহকারী কমিশনার(ভ’মি) ফাইযুল ওয়াসীমা নাহাত,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন,তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এর পক্ষে পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা শিখা, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, সদস্য সামিউল হক খান,ব্যাবসায়ী রাজু আহমেদ প্রমুখ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কমী উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.