দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

ময়মনসিংহ মেডিকেলে একদিনে আরও ১২ জনের মৃত্যু

0

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। রবিবার (০৮আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান,গতকাল শনিবার (৭ আগস্ট) সকাল ৮টা থেকে রবিবার (৮আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ইউনিট টিতে করোনায় মারা গেছেন ৭ জন উপসর্গ নিয়ে ৫ জন মারা যান।

তিনি বলেন, আইসিইউতে ১৭ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪৫৯ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন,গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে এক হাজার ২৩৫টি নমুনা পরীক্ষা করে ২২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.