দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

শেরপুরের ঝিনাইগাতীতে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

0

মোঃ আরিফুল শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতীতে কাঠের বাগান কেটে জমি দখলের পায়তারা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৬ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুরুচরন দুধনই গ্রামে ভুক্তভোগী পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, পরিবারের সদস্য ছানাউল্লাহ আনছারী (৬০)।

উক্ত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার ছেলে-মেয়ে দেশের বাইরে থাকে এবং আমি ও আমার স্ত্রী হাজেরা খাতুন গুরুচরন দুধনই এলাকায় বসবাস করি। আমাদের বাড়ির পাশাপাশি মৃত তছির উদ্দিনের ছেলে মকবুল (৪০) এবং মৃত মইতুল্লাহ শেখের ছেলে আব্দুল জব্বারসহ গংদের সাথে আমাদের জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

গত ২৫ আগস্ট বিকেলে আমার বাড়ির পাশেই আমার লাগানো কাঠের বাগানে জমি দখলের উদ্দেশ্যে বেআইনীভাবে ওই গংরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার কাঠের বাগানে এসে সব গাছ কেটে ফেলে। এতে আমার প্রায় ৭০হাজার টাকা ক্ষতিসাধন হয়েছে। গাছ কাটার সময় আমি ও আমার স্ত্রী বাঁধা দিতে গেলে তারা আমাদের বেধঁড়ক মারধর করে এবং আমাদের প্রাণে মেরে ফেলার প্রকাশ্যে হুমকি দেয়। এজন্য আমরা আমাদের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা যেকোন সময় আমাদের উপর হামলা করতে পারে। এ ঘটনায় আমি বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আসামীদের দ্রুত গ্রেফতার করতে জোর দাবি জানাই।’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য হাজেরা খাতুনসহ জেলা ও উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ‘ এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। যেখানে ৬জন বিবাদীর নাম উল্লেখ আছে। আমরা বিবাদীদের ধরতে চেষ্টা করছি। শীঘ্রই ধরতে পারবো বলে আশা করি।’

Leave A Reply

Your email address will not be published.