
রাজধানীর গুলশানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে গেছে। ভয়াবহ এই দুর্ঘটনার শিকার হয়েছেন সদ্য মুক্তিপ্রাপ্ত ‘নেটওয়ার্কের বাইরে’ সিনেমার অভিনয়শিল্পী শরিফুল রাজ, নাজিফা তুষি, খায়রুল বাশার, জোনায়েদ বোগদাদীসহ আরও কয়েকজন। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা খায়রুল বাশার নিজেই।
এ বিষয়ে গুলশান থানার উপ-পরিদর্শক মো সুজন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে গুলশান-১ ও ২ নম্বরের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। চালক অতিরিক্ত গতির কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। এতে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ ভেঙে যায়। এ ঘটনায় চালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।
আহত অভিনেতা খায়রুল বাশার জানান, ঘটনার পর আমরা দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছি। সত্যি বলতে, আমি এখনও মর্মাহত। এই অভিনেতার সন্দেহ, গাড়ির ব্রেক ফেলের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় আহতরা সবাই আশঙ্কামূক্ত আছেন বলেও জানান তিনি।