দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

যমুনা সার কারখানার এমোনিয়া ও তরল দুষন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

0

স্টাফ রির্পোটার: জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দিতে অবস্থিত যমুনা যমুনা সার কারখানার নির্গত এ্যামোনিয়া ও তরল বর্জ্যের দুষন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় তারাকান্দি তিতাস মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে যমুনা সারকারখানা চর্তুপার্শ্বের তারাকান্দি, চরপারা,কান্দারপাড়া,পলিশা বৈশের চর, চরপাড়া গ্রামের প্রায় পাচ শতাধিক নারী পুরুষ অংশ নেন।
মানববন্ধন শেষে সমাবেশে বীর মুক্তিযুদ্ধা ছাদেক হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামালপুর জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক এ বি এম মোশরেকুল আলম লিচু,মাওলানা আবুবক্কর সিদ্দিক,আব্দুল ছালাম মাষ্টার, শিক্ষক বজলুর রশিদ,জয়নাল আবেদীন সরকার,ব্যাবসায়ী লিটন মিয়া প্রমুখ। বক্তারা যমুনা সারকারখানা কর্তৃপক্ষের নিকট দ্রæত সময়ের মধ্যে বিষাক্ত গ্যাস ও পানি অপসারন সহ স্থায়ী অপসারনে ব্যাবস্থা গ্রহন, স্থানীয় ক্ষতিগ্রস্থদের পুকুরের মাছ ও ফলদ বৃক্ষের এবং ফসলের ক্ষতিপূরণের দাবী জানান। এ ছাড়াও পোগলদিঘা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরপাড়া গ্রামের ছাদেক আলীর বাড়ীর উত্তর পশ্চিম কোনে নির্মিত কালভার্ট দিয়ে প্রায় ১২০ এশর জমির পানি গত ২৫ বছর যাবৎ র্নিগত হয়ে আসলেও সম্প্রতি অজ্ঞাত কারনে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে পোগলদিঘা বালিকা বিদ্যালয় সহ পার্শ্ববর্তী এলাকায় জলাবদ্ধতায় শতাধিক পরিবার সহ গবাদী পশু নিয়ে মানবেতর জীবন যাপন থেকে উত্তোরনে কালর্ভাটের মুখ খুলে দেওয়ার জন্য প্রশাসনের কাছে আশুদৃষ্টি কামনা করেছেন। অন্যথায় পরবর্তীতে কঠিন কর্মসূচি ঘোষনা করা হবে বলে হুসিয়ারী উচ্চারন করেন।

Leave A Reply

Your email address will not be published.