
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের জাতীয় পার্টির সহ সভাপতি থেকে ইউনিয়ন যুবলীগের কমিটিতে সাধারণ সম্পাদকের পদ পান মোঃ মোজাফফর হোসেন । অথচ খোঁজ নিয়ে জানা গেছে ইউনিয়ন জাতীয় পার্টির সহ সভাপতি পদে এখনও বহাল আছেন তিনি। বিভিন্ন সুত্রে জানা যায়, প্রায় ২০০৫ সাল থেকে দাঁতভাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন মোঃ মোজাফফর হোসেন । জাতীয় পার্টির রাজনীতির সাথে একসময় ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি।এমনকি মিছিল-মিটিং-সভা ইত্যাদি দলীয় কার্যক্রমেও নেতৃত্বের স্থানে থাকতেন। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় মোজাফফর হোসেন। জাতীয় পার্টির নেতা কিভাবে যুবলীগের সাধারণ সম্পাদক হয় জানতে চাইলে তৎকালীন যুবলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম বলেন- কমিটি করার সময় জানতাম না তিনি জাতীয় পার্টির নেতা ছিলেন। অবশ্যই পরে নেতাকর্মীদের কাছ থেকে শুনেছি। দাঁতভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আমির হোসেন বলেন- ওই সময়ের আহবায়ক কমিটির নেতাদের বিষয়টি আমরা জানিয়ে ছিলাম কিন্ত ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে কথা হয় রৌমারী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ হারুনর রশিদের সাথে। তিনি বলেন, আমার আগের কমিটিতে যারা নেতৃত্বে ছিল তারাই ঐ কমিটি গঠন করেছিল,এবং জেলার নিদের্শনা পেলে দ্রুত সময়ের মধ্য ত্যাগী নেতাকর্মিদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে।