মোঃ আরিফুল ইসলাম , শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরে নালিতাবাড়ীতে ৩০ বোতল ভারতীয় মদ (ফেনসিডিল) সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৩০ আগষ্ট সোমবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার কালাকুমা বৈশাখী বাজার এলাকা থেকে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামের কছম উদ্দিনের ছেলে ফরহাদ (২০) এবং রফিজ উদ্দিনের ছেলে হারুন মিয়া (২৩)।
শেরপুরের ডিবি’র সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির একটি অভিযানিক দল জেলার নালিতাবাড়ী উপজেলার কালাকুমা বৈশাখী বাজার এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ ও হারুনকে একটি প্লাস্টিকের ব্যাগে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পুলিশ পরিদর্শক এসআই আজিজুল হাসান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
উক্ত অভিযানে ছিলেন, জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পুলিশ পরিদর্শক এসআই জুয়েল রানা, এসআই শাহ্ আলম খানসহ সঙ্গীয় অফিসার ফোর্স।
শেরপুরের ডিবির ওসি মো. রেজাউল হক এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।