
জামালপুরের সরিষাবাড়ীতে সার ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুদ মিয়া নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার সন্ধা সাড়ে ছয়টার দিকে পেৌর সভার বাউসী বাঙ্গালী এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।ট্রাক নং-টাঙ্গাইল-ট-০২-০৬০৪ ট্রাকটি ঘটনাস্থল থেকেসরিষাবাড়ী থানা পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। নিহত ওই ব্যক্তি উপজেলার ভাটারা ইউনিয়নের কুটুরিয়া গ্রামের অআব্দুস সাত্তার এর ছেলে। সরিষাবাড়ী থানার পরির্দশক(তদন্ত)আব্দুল মজিদ বলেন,উপজেলার কুটুরিয়া গ্রামের মাসুদ বাউসী বাজার থেকে বাজার করে সাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন।বাউসী বাঙ্গালী এলাকায় তারাকান্দি থেকে ছেড়ে ইউরিয়া সার বোঝাই একটি ট্রাক পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়।এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সাভিসের সিনিয়র ষ্ট্রেশন অফিসার মিজানুর রহমান ও ফায়ার সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা: ফারহানা নাইম মৃত ঘোষনা করেন। নিহতের লাশ সরিষাবাড়ী থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।