দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

নদীতে ভাঙলে জমি খাস এ আইন বাতিলের দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন

0

স্টাফ রিপোটার :
নদীতে ভাঙলে জমি খাস এ আইন কালো আইন আখ্যায়িত করে তা বাতিলের দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০ সেপোটম্বর) ১২ টায় নদী ভাঙলে জমি খাস আইন বাতিল সংগ্রাম কমিটির উদ্যোগে সরিষাবাড়ী পৌর সভার ঝালুপাড়া ঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন,খেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য আলি আক্কাস, নাটুর পাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, নদী ভাঙ্গলে জমি খাস আইন বাতিল সংগ্রাম কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক জাহিদ খান, সদস্য রফিকুল ইসলাম, আলতাফ হোসেন মাস্টার প্রমুখ।
বক্তারা দ্রæত নদী ভাঙলে জমি খাস আইন বাতিল করে ভ‚মিহীন, প্রান্তিক কৃষকের জমি ফেরত দিতে হবে। ত্রিশ বছর নয়,শতবছরও যদি নদী গর্ভে থেকে চর জাগে তাহলে ও জমির প্রকৃত মালিককে তা হস্তাান্তর করার দাবী করেন।

Leave A Reply

Your email address will not be published.