
মো: রমজান আলী :জামালপুর জেলার সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ও তার স্ত্রী নারগিছ বেগম এর জমা খারিজমুলে ৪৮ শতাংশ ভুমি এক প্রভাবশালী ভুমিদশ্যুরা জবর দখলের পায়তারা করছে বলে অভিযোগ ওঠেছে। ঘটনাটি সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কুমারপাড়া মৌজার কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কুমারপাড়া মৌজার ১নং খাস খতিয়ানের ১৩৩ নং দাগের শ্রেনী-নামা থেকে ০.৪৮ শতাংশ ভ’মি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে সহকারী কমিশনার(ভ’মি) সরিষাবাড়ী দাতা হিসেবে বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ও তার স্ত্রী নারগিছ বেগমের নামে রায়তি ভূমির কবুলীয়ত নামার চুক্তি পত্র সরিষাবাড়ী সাবরেজিষ্ট্রী অফিস হতে দলিল মুলে ৯৯ বছরের জন্য প্রাপ্ত হন। উক্ত প্রাপ্ত ভ’মি মালিক বীরমক্তিযোদ্ধা আব্দুল আজিজ ২০ বছর যাবৎ ভোগবান রয়েছেন। বর্তমানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ও তার স্ত্রী নারগিছ বেগম এর খারীজ মুলে যার খতিয়ান নং-৫০২,দাগ নং ১৩৩ মৌজা কুমার পাড়া জে এল নং ১১৫ যাহা ১৪২৮ বাংলা সাল পর্যন্ত আওনা ইউনিয়ন এর বাটিকামারী তহসীল অফিসে ভুমি উন্নয়ন কর পরিশোধিত রয়েছে। যার হোল্ডিং নম্বর ৪৯৯। গত কয়েকদিন যাবৎ স্থানীয় প্রভাবশালী ভ’মিদশ্যু খ্যাত নামে পরিচিত আওনা ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের মৃত আজমত শিকদার এর ছেলে আব্দুল হামেদ শিকদার ও তার ভাই জগন্নাথগঞ্জ ঘাটের হানিফ শিকদার,কুলপাল গ্রামের তোতা শিকদার এর ছেলে নাছির শিকদার এর নেতৃত্বে আরো কতিপয় ভাডাটিয়া লোকজন নিয়ে জবর দখলের চেষ্টা এবং নানা হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ওই জমিতে চাষাবাদ করতে গেলে তারা বাধা প্রদান এবং মারপিট করবে বলে লোক মুখে বলিয়া বেড়াইতাছে। ওই হুমকি প্রদান করায় নিরাপত্তাহীনতায় ভুগিতেছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের পরিবার পরিজন।তিনি প্রশাসনের কাছে ভুমিদশ্যুদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চঠৎ মীর রকিবুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত করে জবরদখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গস্খহণ করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা বলেন,এ বিষয়টি দেখছি ,কি করা যায়।