
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল এর নির্দেশনায় যুব মহিলা লীগ জামালপুর জেলা শাখার বাস্তবায়নে সরিষাবাড়ী উপজেলা শাখাকে সু-সংঘঠিত করতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭অক্টোবর) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওয়ামীলীগের কার্যালয়ে বাংলাদেশ যুব মহিলা লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে যুব মহিলা লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি অনুপমা সূত্রধর এর সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি ছানোয়ার হোসেন বাদশা প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন। প্রধান বক্তা হিসেবে যুব মহিলা লীগ জামালপুর জেলা শাখার সাধারন সম্পাদক নাজনীন আক্তার রুমি, উদ্বোধক হিসেবে যুব মহিলা লীগ জামালপুর জেলা শাখার সভাপতি ফারহানা আক্তার সোমা বক্তব্য রাখেন।
বিশেষ অতিথী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ,জামালপুর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মনছুর আলী খান বক্তব্য রাখেন। অনান্যদের মধ্যে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম জহুরা লতিফ,সিনিয়র সহ সভাপতি তামান্না বিথী ,তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এর পক্ষে কাউন্সিলর সাখাওয়াত হোসেন মুকুল উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন-মারিয়া নওশীন মীম।
পরে যুব মহিলা লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে কো-অপশনের মাধ্যমে সহ সভাপতি হিসেবে সারমিন জাহান ফেরদৌসী , সাধারন সম্পাদক মারিয়া নওশীন মীম,যুগ্ম সম্পাদক শাহীনুর ইয়াসমীন মীম,ও সানজিদা জাহান প্রিয়াংকা,সহ সাংগঠনিক সম্পাদক সায়মা সরকার,আইন বিষয়ক সম্পাদক ফারজানা জান্নাত নিপা কে নির্বাচিত করা হয়। বাকী পদগুলো আগামী ১৭ অক্টোবর সভায় পুরন করা হবে বলে এক সিদ্ধান্ত নেন যুব মহিলা লীগ জামালপুর জেলা শাখার সভাপতি ফারহানা আক্তার সোমা ও সাধারন সম্পাদক নাজনীন আক্তার রুমি। এসময় বক্তারা বিএনপির অপরাজনীতির কথা নারী সমাজের কাছে তুলে ধরে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান ।