দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

বিশ্ববাসী মানুষের অন্তরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রাণের প্রতীক নৌকা গেঁথে আছে -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

0

স্টাফ রিপোটার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান বলেছেন,বিশ্ববাসী মানুষের অন্তরে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রাণের প্রতীক নৌকা গেঁথে আছে।
শুক্রবার(৮ অক্টোবর) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বীর বড়বাড়িয়া গ্রামের আওয়ামীলীগ কমী প্রয়াত আবুল কালাম স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগীতা ঝিনাই নদীতে নৌকা বাইচ’ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,নৌকা প্রতীক জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার প্রতীক। নৌকা উন্নয়ন ও স্বাধীনতার প্রতীকী নয় জনগণের আস্থারও প্রতীক।
নৌকা বাইচ প্রতিযোগীতায় ময়মনসিংহ,মেলান্দহ,ধনবাড়ী,ভূয়াপুর সহ বিভিন্ন উপজেলার ১০টি নৌকা প্রতিযোগীতায় অংশ নেয়। এদের মধ‌্যে সোনার বাংলা, সোনার তরী, জলপরী, টাইগার, ময়ূর পঙ্খি চর হাটবাড়ী, বঙ্গবন্ধু এক্সপ্রেস নামের ন‌্যেকা বাইচ অংশগ্রহণ করে।
নৌকা বাইচ প্রতিযোগীতা ফাইনাল প্রতিযোগীতা অনুষ্ঠানে কামরাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস‌্য নুর মোহাম্মদ সভাপতিত্ব করেন। এ সময় সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান,সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন, জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক,কামরাবাদ ইউপি চেয়ারম‌্যান মনছুর আলী খান,মহাদান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমত আলী মাষ্টার,বিআরডিবি চেয়ারম‌্যান কামাল হোসেন পাঠান, পৌর আওযামীলীগের সহ সভাপতি আব্দুল মান্নান মানু,উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, পৌর যুবলীগের সাধারন সম্পাদক সুমন চাকলাদার,সাবেক ইউপি সদস‌্য আশেক মাহমুদ আশেক, কামরাবাদ ইউনিয়নের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত‌্যাশী সামিউল হক খান, জেলা ছাত্রলীগের সদস‌্য আসাদুজ্জামান বাবু, সাবেক পৌর কাউন্সিলর কালা চান পাল,উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রাথী শরীফ আহমেদ নীরব প্রমূখ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কমীরা উপস্থিত ছিলেন।
দুই দিন ব‌্যাপ নৌকা বাইচ উপলক্ষ্যে বসেছে ছোট ছোট হরেক রকম বিকি কিনির দোকান সহ লক্ষাধিক বিভিন্ন বয়সী নর নারীর সমাগম ঘটায় এটি মেলার রুপ নেয বলে সচেতন মহল মন্তব‌্য করেন। নৌকা বাইচে ময়মনসিংহের বোরোর চরের বঙ্গবন্ধুর সোনার তরী প্রথম, জলপরী দ্বিতীয় ও মেলান্দহ’র ময়ূর পঙ্খি তৃতীয় স্থান অর্জন কারীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথী।

Leave A Reply

Your email address will not be published.