
স্টাফ রির্পোটার:
জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা সন্তান ও জামালপুর জেলা ট্রাক,ট্র্যাংক লড়ি ও কাভার্ড ভ্যান মালিক সমিতির তারাকান্দি আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আশরাফুল আলম মানিক ইউনিয়ন বাসীর কছে দোয়া ও সর্মথনের জন্য মোটর সাইকেল ও অটোরিক্রা নিয়ে শোভাযাত্রা ও গনসংযোগ করেছেন।
আজ বুধবার (১৩অক্টোবর )দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি শহীদ মিনার থেকে এ শোভা যাত্রা শুরু করে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি তারাকান্দি শহীদ মিনারে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সমাবেশে নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল আলম মানিক বক্তব্য রাখেন। এ সময় আরোও বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি রইছ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আজমত আলী,জামালপুর ট্রাক ,কভার্স,ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক তোজাম্মেল হক টিটু,জেলা ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান বাবু প্রমুখ।এ মোটর সাইকেল শোভাযাত্রায় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কমী এবং ভোটারগন অংশ নেন।
শেখ হাসিনার সরকারের উন্নয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এর নির্দেশনায় প্রাকৃতিক দুর্যোগে ও করোনাকালীন ও বন্যার্ত মানুষের এবং শিক্ষাথীদের মাদক থেকে দুরে রাখেতে বিভিন্ন খেলা ধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সহ গরীব অসহায় মানুষের পাশে দাডিয়ে সহযোগীতার হাত বাড়ানো অব্যাহত রাখেতে সামাজিক কর্মকান্ড অব্যাহত রেখেছেন আশরাফুল আলম মানিক মিয়া। তিনি জনগনের ব্যাপক সাড়াও পাচ্ছেন।