
স্টাফ রিপোটার : “মুজিববর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’’ এ পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১ইং উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ভূমিকম্প এবং অগ্নীকান্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবসটি পালন করা হয়েছে।
এতে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সহকারী কমিশনার (ভূমি) ফাইযূল ওয়াসিমা নাহাত,জামালপুর জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হুমায়ুন কবীর,উপজেলা খাদ্য কর্মকর্তা মাহবুবুল আলম,সমবায় কর্মকর্তা আব্দুল হালিম,একাডেমিক সুপারভাইজার রুহুল আমীন বেগ,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ,সরকারী বঙ্গবন্ধু কলেজের প্রিন্সিপাল মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।