দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

বরগুনায় তিন ঘন্টা দুর্ধর্ষ ডাকাতি

0

বরগুনার ৭ নং ঢলুয়া ইউনিয়ের মাষ্টার বাড়িতে শনিবার মধ্যরাতে তিন ঘন্টার দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানান শনিবার (১৬ অক্টোবর) রাত একটায় দিকে সদর উপজেলার নলী গ্রামের অবসবপ্রাপ্ত সুবেদার নায়েক শাহাদাত হোসেন মিলু মিয়ার বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে একদল ডাকাত ঢুকে ঘরের লোকজন বেধে ফেলে অস্ত্রের মুখে এক লক্ষ বিশ হাজার টাকা,ছয় ভড়ি স্বনালংকার ও চারটি মোবাইল ফোন নিয়ে রাত তিনটার দিকে বের হয়ে যায়।

এ সময় বাড়ির বাইরে ডাকাতদের একটি দল পাহাড়ায় ছিল। বাড়ির বাসিন্দা ইমরুল কায়েস ও ইফতার মোশ্বেদ রিমন জানান প্রায় তিন ঘন্টা সময় ধরে ডাকাতদল বাড়ির সকল আশবাবপত্র তছনছ করে মূল‍্যবান জিনিস ও অর্থ খুজে বের করে। অস্ত্রের মুখে বাড়ির লোকজন চিৎকার করার সাহস পায়নি। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরগুনা সদর সার্কেল এসপি মেহেদী হাসান ও সদর থানার ওসি তরিকুল ইসলাম। সদর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান আমরা ঘটনাস্থল পরিদর্শন করি ফিরছি এখনো মামলা হয়নি। ঘটনার তদন্ত সাপেক্ষে ব‍্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.