দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

মহানবী প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান দিয়েছেন’

0

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সারা পৃথিবীর মানুষের জন্য মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন রহমতস্বরূপ। তিনি পৃথিবীতে আগমন করেছেন সব মানুষের কল্যাণে। তিনি প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান দিয়েছেন। তিনি কাউকে কখনো অসম্মান করেননি।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট মাজার মসজিদ আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দুই দিনব্যাপী বিশেষ ওয়াজ ও দোয়া মাহফিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভারত সফর প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, আমি একবার ইন্ডিয়া গিয়েছিলাম সেখানে সনাতন ধর্মের এক অফিসারের সঙ্গে পরিচয় হয়, তিনি আমাকে বলেন- আপনাদের দেশে হাইকোর্ট মাজার চিনেন? আমি বললাম, আমি সেই মাজার কমিটির সভাপতি।তিনি আমাকে বলেন, আমি সেখানে গিয়ে মানত করেছিলাম এবং উপকৃত হয়েছি। তাই আমি বলবো- এই মাজারে শুধু মুসলমান নয় বরং দেশ-বিদেশের সব ধর্মের মানুষ আসেন। সব ধর্মের মানুষের প্রতি সম্মান থাকতে হবে।কেননা সবার নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.