ওমানকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাটিং করে ১৫৪ রানের টার্গেট ছুড়ে দিয়ে ওমানকে ১২৭ রানেই বেঁধে রেখেছে টাইগাররা। ফলে ২৬ রানের জয় তুলে নিয়ে গুরুত্বপূর্ণ দুইটি পয়েন্ট আদায় করে নিয়েছে সাকিব-মুশফিকরা। বাংলাদেশের এই জয়ে স্বস্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাঁচা-মরার লড়াইয়ে এই জয়ে সুপার টুয়েলভে যাওয়ার সমীকরণ জমিয়ে তুলেছেন মাহমুদউল্লাহ রিয়াদের দল। বাংলাদেশ দলের এমন জয়ের পর যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন ক্রিকেট-প্রেমিরা। ক্রিকেট-প্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রকাশ করেছেন স্বস্তি।ম্যাচের পরপরই ওমানে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে ফোন করেন প্রধানমন্ত্রী। পাপন জানিয়েছেন, জয় হাতছাড়া হওয়ার শঙ্কায় উদ্বেগে ছিলেন প্রধানমন্ত্রীও। পাপন বলেন, ‘এ জয় স্বস্তিদায়ক। প্রধানমন্ত্রীও উদ্বেগে ছিলেন। তবে সবকিছুর পর দল ঘুরে দাঁড়িয়েছে।’
স্কটল্যান্ড ও ওমানের বিপক্ষে ম্যাচের পর ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে খেলতে হবে পাপুয়া নিউগিনির বিপক্ষে। সুপার টুয়েলভে যেতে হলে প্রথমবারের মত বিশ্বকাপ খেলতে আসা পাপুয়া নিউগিনিকে হারাতেই হবে টাইগারদের।