
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘রাজাকার পুত্র’ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন। এর প্রতিবাদে যশোরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে রায়পুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ।
রবিবার (২৪ অক্টোবর) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পৃথক মানবন্ধন করে। মানববন্ধনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বিল্লাল হোসেনকে শান্তি কমিটির স্থানীয় সভাপতি মোহাম্মদ আলীর ছেলে বলে দাবি করেন।
তারা বলেন, বিল্লালের বড় ভাই শাহাদৎ হোসেন ছিলেন চিহ্নিত রাজাকার। আমরা চাই না কোন রাজাকারের সন্তান জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হোক। এরা জনপ্রতিনিধি হলে বাঙালি জাতির জন্য হবে কলঙ্কজনক।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হাসান আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালেক মাস্টার, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন প্রমুখ।