দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

পাট চাষী প্রশিক্ষন কর্মসুচী অনুষ্ঠিত

0

স্টাফ রির্পোটার:
পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট বীজ উৎপাদন কারী শতাধিক চাষীদের দিনব্যাপী প্রশিক্ষন দেয়া হয়েছে। জামালপুরের সরিষাবাড়ীতে বুধবার (২৭ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষন কর্মসুচী অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী প্রশিক্ষন কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা।পাট চাষীদের প্রশিক্ষন প্রদান করেন,পাট অধিদপ্তর ঢাকা’র সহকারী প্রকল্প পরিচালক ও মনিটরিং কর্মকর্তা কামাল উদ্দিন,জামালপুর অতিরিক্ত উপ পরিচালক (শষ্য) হারুন অর রশীদ,পাট অধিদপ্তর জামালপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর তালুকদার,জামালপুর জেলা বিএডিসি’র বীজ প্রত্যয়ন অফিসার সাইফুল আজম খান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা রতন মিয়া প্রমুখ। প্রশিক্ষন কর্মসুচী পরিচালনা করেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিফাত হোসেন।

Leave A Reply

Your email address will not be published.