
সরিষাবাড়িতে হস্তশিল্প ও দর্জি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সরিষাবাড়ি প্রতিনিধি ঃ জামালপুরের সরিষাবাড়ীতে বিনামূল্যে হস্তশিল্প ও দর্জি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত কাল দুপুরে সুরমা বাংলা ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই সময় সুরমা বাংলা ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ খালিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরিফুর রহমান, ২নং পোগলদিঘা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ সামস উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুনসহ আরো অনেকে।
প্রশিক্ষণ কর্মশালার ট্রেইনার আরিফা আক্তার লাজু জানান, উপজেলার প্রত্যন্তর এলাকার অসহায়, সুবিধাবঞ্চিত নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য প্রাথমিকভাবে এই কর্মশালায় ৩০ জনকে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হবে।
পর্যায়ক্রমে এই সোসাইটি নানামুখী কার্যক্রম পরিচালনা করবে বলেও জানান তিনি।