দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

ক্ষতিপূরণের দাবিতে ট্রাক মালিক-চালকদের মানববন্ধন

0

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি ডুবির ঘটনায় উদ্ধারকৃত ট্রাক মালিক ও চালকরা ক্ষতিপূরণসহ নানা দাবিতে মানববন্ধন করেছে। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরি ঘাটে বিভিন্ন দাবি প্লে-কার্ডে লিখে মানববন্ধনে অংশ নেন তারা।

ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো মেরামতে ক্ষতিপূরণ, নৌরুটে নতুন ফেরি সংযোজনসহ বেশ কয়েকটি দাবি করেন মানববন্ধনে অংশগ্রহনকারীরা।

মানববন্ধনে ট্রাক মালিক শোয়েব বলেন, ‘আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে এসব গাড়ি কিনেছিলাম। আমাদের ভুলের কারণে ফেরি ডুবেনি। তাই এর দায়ভার তাদের বহন করতে হবে। ট্রাকগুলো কয়েক দিন পানির নিচে ডুবে থাকার কারণে অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। এখন আমাদের সকল ক্ষতিপূরণ সংশ্লিষ্টদের দিতে হবে। আমরা সরকারের কাছে জোড় দাবি জানাচ্ছি।’

এদিকে, গতকাল শুক্রবার দুপুরে ঘাট পরির্দশন শেষে ট্রাক ও কাভার্ভভ্যান মালিক পরিষদের সাধারণ সম্পাদক কালের কণ্ঠকে বলেন, আমাদের ক্ষতিগ্রস্ত ট্রাকগুলোর ক্ষতিপূরণ দিতে হবে। বিষয়টি নিয়ে আমরা সব মহলের সঙ্গে কথা বলবো। দাবি না মানলে কঠোর আন্দোলন করা হবে

Leave A Reply

Your email address will not be published.