দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

নেত্রকোণায় পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রকোণা পৌর শাখার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হকের রাজনৈতিক কার্যালয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এসময় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক।

পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াহাব ভূইয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।

সম্মেলনে আরও বক্তব্য দেন- জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফা জেসমিন নাহিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাতসহ প্রমুখ

Leave A Reply

Your email address will not be published.