দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

0

জার্মানিতে পিএইডি করার সময় বৈশ্বিক মহামারি করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া সাবরিনা কামাল তন্বীর স্মরণে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে এই প্রথম যোগ হলো পাচঁ শয্যা বিশিষ্ট সাবরিনা কামাল তন্বী নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)।

শুক্রবার বেলা সারে বেলা ১১টার দিকে আশুলিয়ার মির্জানগর গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ নিবির পরিচর্যা কেন্দ্রের উদ্বোধন করা হয়।

গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক লায়লা পারভীন বানুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবরিনা কামাল তন্বী নিবির পরিচর্যা কেন্দ্রের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি।

এ সময় ডা. মো. এনামুর রহমান বলেন, একটি হাসপাতলে আইসিইউ খুবই গুরুত্বপূর্ণ অংশ। সাবরিনা কামাল তন্নির পরিবারকে সমাজ সেবামূলক কাজে এগিয়ে আসায় বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং সাবরিনা কামাল তন্বীর মৃত্যু শোক শক্তিতে পরিণত করার আহ্বান করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সাংসদ বেনজির আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী প্রধান ডা. মনজুর কাদির আহমেদ, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ খোন্দকার প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.