দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

জাতীয় যুব দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার :
” দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে আজ সোমবার (১লা নভেম্বর) সকালে আলোচনা সভা, প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের ঋণ ও সনদ বিতরণের মধ্য দিয়ে যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ দিবস পালিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,উপজেলা মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক শফিকুল ইসলাম, প্রগেসিভ ডেন্টাল কেয়ার এর পরিচাল মুনছুর রহমান প্রমুখ। পরে প্রশিক্ষিত যুব ও যূব মহিলাদের মাঝে গরু মোটাতাজাকরণ ও হাস মুরগী পালনের জন‍্য ৩ লক্ষ ৭০ হাজার টাকার চেক ৯ জনের মধ্যে বিতরণ করা হয় এবং সনদপত্র দেয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.