
এস.এম. আব্দুর রাজ্জাক, ধনবাড়ী
টাঙ্গাইলের ধনবাড়ীতে বায়ার ক্রপসায়েন্স লি. এর উচ্চ ফলনশীল জাতের ধান অ্যারাইজ এজেড ৭০০৬ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ধনবাড়ী উপজেলার নলহরা নল্যা গ্রামে উক্ত এলাকার শতাধিক চাষীদের অংশগ্রহনে উক্ত মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাজেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এস.এম. রাশেদুল হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, বায়ার ক্রপসায়েন্স লি. এর সিনিয়র টেরিটরি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হক। অনুষ্ঠানে বায়ার ক্রপসায়েন্স এর ট্রেড ডেভেলপমেন্ট অফিসার সেলিম রেজার সঞ্চালনায় সভাপতিত্ব করে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ মোকাদ্দেছ আলী। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বায়ার ক্রপসায়েন্স এর স্থানীয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।