দৈনিক নবতান
জনতার সংসদ

নৌকাডুবির ৩দিন পর মিলল বাবার মরদেহ, ছেলের সন্ধান মেলেনি

0

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে মাছ ধরার সময় নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজের তিন দিন পর বাবা মো. নুরুজ্জামানের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তার ছেলে নুর উদ্দিন (২৮) নিখোঁজ রয়েছেন। আজ মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মতিরহাট এলাকার মেঘনা নদী থেকে নুরুজ্জামানের মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এর আগে শনিবার (৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চরফলকন ইউনিয়নের মাতাব্বরহাট এলাকায় মেঘনা নদীতে নৌকাডুবিতে তারা নিখোঁজ হন। নিহত নুরুজ্জামান চরফলকন ইনিয়নের জাজিরা গ্রামের নতুন বাসিন্দা। এর আগে তাদের বাড়ি সাহেবেরহাট ইউনিয়নের জগবন্ধু গ্রামে ছিল।

স্থানীয় সূত্র জানায়, সকালে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল পৌঁছে নুরুজ্জামানের মরদেহ শনাক্ত করেন।

নিখোঁজ নুরুজ্জামানের ভাগিনা মো. জিল্লাল জানান, নুর উদ্দিন একটি বীমা কম্পানিতে চাকরি করতেন। শখ করে বাবার সঙ্গে তিনি নদীতে মাছ ধরতে যান। কিন্তু তিনি সাঁতার জানতেন না। রাতে মাছ ধরার সময় একটি পল্টুনের সঙ্গে ধাক্কায় ৬ জনসহ নৌকাটি ডুবে যায়। এসময় চার জেলে সাঁতরিয়ে কূলে আসতে পারলেও বাবা-ছেলে নদীতে তলিয়ে যান।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, নদীতে নিখোঁজ নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো তার ছেলে নিখোঁজ রয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.