
সাইফুর রহ্মন শামিম ,কুড়িগ্রাম।। আসন্ন ইউপি নির্বাচনে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাপ উদ্দিন মাস্টার বিভিন্ন খুলি বৈঠকে তার বক্তব্যে বলেন, আমি সব সময় জনগণের কল্যাণে কাজ করতে চাই। সেবার জন্য আমাকে ২৪ ঘন্টায় কাছে পাবেন। আমি আপনাদের ভাই,, আপনাদের সন্তান হিসেবে ৫ বছরের জন্য আমাকে ভোট দিয়ে দেখেন আমি আপনাদের কি সেবা করতে পারি। চেয়ারম্যান প্রার্থী গোলাম উদ্দিন মাস্টার বলেন গাড়ি – বাড়ির মালিক হওয়ার জন্য জনপ্রতিনিধি হতে চাই না। সমাজের হতদরিদ্র মানুষের সেবা নিশ্চিত, সরকারি খাদ্য অনুদানের সুষম বন্টন এবং নিপীড়িত-নির্যাতিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য মাঠে নেমেছি। আমি সকলের কাছে দোয়া এবং আপনাদের ম্যান্ডেট নিয়ে ভোগডাঙ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়নে সাথে রূপান্তরিত করতে চাই। খুলি বৈঠকগুলোতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাপ উদ্দিন আরো বলেন কেউ টাকার কাছে বিক্রি হবেন না ও বিবেক দিয়ে চিন্তা করুন। উন্নয়নের স্বার্থে নৌকা মার্কার বিকল্প নেই। নৌকা মার্কা আওয়ামী লীগের এটা বিবেচনা করে সকল ভেদাভেদ ভুলে আগামী ২৮ নভেম্বর আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে এলাকার উন্নয়নের সুযোগ করে দেবেন এই আশা রাখছি।