দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট পেতে উপচেপড়া ভিড়

0

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ দেখতে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টিকেট সংগ্রহ করতে লাইন ধরেছেন ক্রীড়া প্রেমীরা। দীর্ঘ ২১ মাস পর আবার ঘরের মাঠে দর্শক ফেরাচ্ছে বিসিবি। আসন্ন বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়ে গ্যালারিতে বসার সুযোগ পাচ্ছেন টাইগার সমর্থকরা। তবে দর্শক ফেরালেও ধারণ ক্ষমতার ৫০ শতাংশের বেশি টিকিট দেওয়া হবে না। সঙ্গে শর্ত হলো করোনাভাইরাসের ডাবল ডোজ টিকা নিয়েছেন কেবল তারাই খেলা দেখার সুযোগ পাবেন সনদ দেখানো সাপেক্ষে। একমাত্র মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলছে আগামী ১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রির কার্যক্রম। প্রিয় দলের খেলা মাঠে বসে দেখতে বুথে সমর্থকদের উপচেপড়া ভিড়। সকাল ৯টায় শুরু হয়েছে টিকিট বিক্রির কার্যক্রম। টিকিট থাকা সাপেক্ষে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে টিকিট বুথ।

টিকিট পাওয়া যাচ্ছে মোট ৫ ক্যাটাগরিতে। যেখানে সর্বোচ্চ টিকিট মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা, সর্বনিম্ন ১০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০, ভিআইপি স্ট্যান্ড ৫০০, ক্লাব হাউজ ৩০০, সাউদার্ন-নর্দার্ন স্ট্যান্ড ১৫০ ও ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকিট মিলবে ১০০ টাকায়। ৯টায় টিকিট বিক্রি শুরু হলেও সকাল ৬টা থেকে অপেক্ষায় থাকেন সমর্থকরা। তবুও দীর্ঘ লাইন দেখা গেছে টিকিট প্রত্যাশীদের। টিকিট বিক্রয়ের ধরন নিয়ে অভিযোগ আছে অনেক। সমর্থকদের দাবি, ১টির বেশি টিকিট দেওয়া হচ্ছে না। তারা প্রত্যাশা করেছিলেন, একজন অন্তত ২টি টিকিট কিনতে পারবেন। টিকিট বুথ ১টি হওয়ায় টিকিট প্রত্যাশীদের লাইন ক্রমেই বড় হচ্ছে। পুরুষদের তুলনায় নারী টিকিট প্রত্যাশীদের লাইন ছোট হওয়ায় একজন ১টি টিকিট নিয়ে আবার লাইনে দাঁড়াতে দাঁড়াচ্ছেন। এভাবে চক্রাকারে কয়েকটি টিকিট সংগ্রহ করতে দেখা গেছে। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিক্রয়ের পর যদি ম্যাচের দিন টিকিট পর্যাপ্ত থাকে, তাহলে স্টেডিয়াম সংলগ্ন বুথে (এক নম্বর গেট সংলগ্ন) বিক্রি করা হবে।

Leave A Reply

Your email address will not be published.