দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

২৪ ঘণ্টার আল্টিমেটাম, হাফ ভাড়া না নিলে কঠোর কর্মসূচি

0

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাস্তা থেকে সরে দাঁড়িয়েছেন গণপরিবহনে হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে বিক্ষোভরত ঢাকা কলেজের শিক্ষার্থীরা৷ শিক্ষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে অবরোধ তুলে নিয়ে শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামীকালের মধ্যে এর সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। ঢাকা কলেজের এক শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, হাফ ভাড়া নিশ্চিত করা হবে বলে প্রশাসন আশ্বাস দিয়েছে। আমরা রাস্তা ছেড়ে দিয়েছি৷ শনিবারের মধ্যে হাফ ভাড়া নিশ্চিত না করলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বলেন, হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। পরে ঢাকা কলেজের শিক্ষকরা এবং আমরা তাদের বোঝালে তারা রাস্তা ছেড়ে দেয়। মালিক সমিতির সঙ্গে কথা বলে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছবো৷ এর আগে বাসে হাফ ভাড়া না নেওয়ার প্রতিবাদে সকাল ১০টার দিকে ঢাকা কলেজের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় কয়েকটি বাস আটকে রাখা হয়। ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের অনেক অভিযোগ আছে৷ তাদের থেকে হাফ ভাড়া নেওয়া হয় না৷ অনেক সময় বাসের হেলপাররা খারাপ ব্যবহার করে৷ ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়৷ তবে এসবের সমাধান তো গাড়ি আটকিয়ে, রাস্তা অবরোধ করে হবে না৷ আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে এনেছি। মালিক সমিতির সঙ্গে বসে এর সমাধান করবো৷

Leave A Reply

Your email address will not be published.