দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

কুড়িগ্রামের কচাকাটায় প্রচারণায় বের হওয়ার আগে প্রার্থীর মৃত্যু

0

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম।। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৮ নভেম্বর। ভোটের মাত্র ৯ দিন পূর্বে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নে সংরক্ষিত এক নারী সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) সকালে মেনেকা বেগম নামে ওই নারী নিজ বাড়িতে ভাত খাওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মেনেকা বেগম ইউনিয়নের ছাটবাড়ি গ্রামের গোলাপ উদ্দিনের স্ত্রী। তিনি বক প্রতীক নিয়ে ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

মেনেকা বেগমের স্বামী গোলাপ উদ্দিন বলেন, ‘শুক্রবার সকালে নিজ বাড়ির আঙিনায় ভাত খেতে বসে সে। ভাত খাওয়া অবস্থায় মৃত্যুবরণ করে। নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে বেশ ব্যস্ত সময় পার করছিল। বিশেষ করে প্রতীক বরাদ্দের পর থেকে প্রতিদিন সকালে প্রচারণায় বের হতো। শুক্রবারও প্রচারণায় বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হয়তো তাড়াহুড়ো করে খেতে গিয়ে গলায় ভাত আটকে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।’

তবে প্রার্থীর মৃত্যুতে ওই সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠানে আইনি কোনও বাধা নেই বলে জানিয়েছেন কচাকাটা ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা শাহাদৎ হোসেন।

মেনেকা বেগমের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘ইউপি নির্বাচনে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে কোনও প্রার্থীর মৃত্যুর পরও দুইয়ের অধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত হলে নির্বাচন অনুষ্ঠানে আইনি বাধা নেই। ওই সংরক্ষিত পদে আরও চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুতরাং আগামী ২৮ নভেম্বর যথানিয়মে ওই আসনে ভোটগ্রহণ হবে।’

Leave A Reply

Your email address will not be published.