
রাজধানীর মহাখালী ফ্লাইওভারে গাড়ি দুর্ঘটনায় দুই তরুনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মিতসুবিসির আউটল্যান্ডার মডেলের গাড়িটি বেপরোয়া গতিতে নিয়ন্ত্রন হারিয়ে ফ্লাইওভারের পিলারে ধাক্কা খায়। এতে গাড়িটির সামনের সিটে থাকা দুই তরুণের ঘটনাস্থলেই মৃত্যু হয়। রাওয়া কনভেনশন সেন্টারের সামনে সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
কাফরুল থানার ডিউটি অফিসার এসআই মো. আনিস জানান, দুর্ঘটনার সময় গাড়ির চালককে পেছনে পাঠিয়ে ওই দুই তরুণ সামনের সিটে বসেছিলেন। তাদের একজন গাড়িটি চালাচ্ছিলেন। এদের মধ্যে একজনের নাম ওমর আইমান; অপরজন ফাহমিদ আহমেদ রায়হান। গাড়িটি ফাহমিদ আহমেদ রায়হানের। প্রাণে বেঁচে যাওয়া গাড়ির প্রকৃত চালক হাসপাতালে চিকিৎসাধীন।
এসআই মো. আনিস বলেন, ‘রাতে চালককে পেছনের সিটে বসিয়ে রায়হান গাড়িটি চালাচ্ছিলেন। আর পাশের সিটে বসা ছিলেন ওমর। ধারণা করা হচ্ছে গাড়ির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ করতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ রাখা হয়েছে সিএমএইচ হাসপাতালের মর্গে।’