
এবার সাংবাদিক সোসাইটি ফর হিউম্যান রাইটস (JSHR) এর মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২১ পুরস্কার পেলপন লালমনিরহাটের কাজী সাইফুল। সফল ও শ্রেষ্ঠ নিকাহ রেজিস্ট্রার কাজী হিসেবে বিশেষ স্বীকৃতি স্বরুপ সংগঠনটির কার্যনিবার্হী পরিষদ এবং উপদেষ্টা মন্ডলী লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নে কর্মরত কাজী সাইফুল ইসলামকে মনোনীত করেছিলেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সোসাইটি ফর হিউম্যান রাইটস (রেজিঃ এসঃ ১০৮০৩) সংগঠনটি গত ২০ নভেম্বর ২০২১ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তন ৮৭ পুরান পল্টন লাইন, ৪র্থ তলা ঢাকায় মহীয়সী নারী মাদার তেরেসার কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছিলো। এ অনুষ্ঠানে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২১ প্রদান করেছে সংগঠনটি।
আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এস.এম মজিবুর রহমান হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ সাবেক ভাইস চ্যান্সেলর, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মোহাম্মদ জাকারিয়া, সাবেক ভারপ্রাপ্ত সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, সাবেক ডিআইজি বাংলাদেশ পুলিশ।পীরজাদা শহিদুল হারুন অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রণালয়। কর্ণেল অবসর প্রাপ্ত আশরাফ আলাদীন উপদেষ্টা জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস। কবি মোঃ নুরুল ইসলাম এডিশন্যাল এসপি ও ডেপুটি ডিরেক্টর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন এ্যাডভোকেট মোঃ মনির হোসেন, চেয়ারম্যান সাংবাদিক সোসাইটি ফর হিউম্যান রাইটস ।